• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

সারিয়াকান্দিতে ৩ দিন ব্যাপী পৌষমেলা শুরু

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৪, ০২:৪৮
সারিয়াকান্দি, পৌষমেলা
ছবি আরটিভি

বগুড়া সারিয়াকান্দি ভেলাবাড়ী ইউনিয়নে শুরু হয়েছে দিন ব্যাপী পৌষমেলা এবার মেলার প্রধান আকর্ষণ ঘোরদৌড় এবং কাঠের আসবাবপত্র

শনিবার (২০ জানুয়ারি) সকালে মেলার উদ্বোধন করা হয় মূলত পৌষ মাসে জামাই বা আত্মীয় স্বজনদের পিঠাপুলির দাওয়াত তাই মেলাকে পৌষ মেলা বলা হয় দীর্ঘ ২৮ বছর ধরে চলে আসা মেলাটি এখন বিশালাকার ধারণ করেছে

এখন মেলাটির প্রধান আকর্ষণ ঘোরদৌড় প্রতিদিন বিকাল টা থেকে শুরু হয় ঘোরদৌড় ঘোরদৌড় দেখার জন্য প্রতিদিন মাঠে গোলাকার গ্যালারীতে হাজারো দর্শনার্থীরা ভিড় করেন

মেলায় বিভিন্ন এলাকা থেকে ঘোর সওয়াররা বিভিন্ন রকমারী ঘোরা নিয়ে আসেন তাদের ঘোড়ার নামগুলোও রকমারি কাটিং মাষ্টার, বিজয় সিংহ, তুফান, মুসা বাবা, টাইগার প্রভৃতি নানা রকমারি নামের ঘোড়া প্রতিদিন এখানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে

মেলার দ্বিতীয় আকর্ষণ হলো কাঠের আসবাবপত্র এখানে দেশের বিভিন্ন জেলা থেকে কাঠের ব্যবসায়ীরা খাট পালঙ্ক থেকে শুরু করে প্রায় সকল ধরনের কাঠের তৈরি আসবাবপত্র নিয়ে এসেছেন বিক্রি করতে

ব্যবসাযীরা জানান, মেলায় সর্বোচ্চ লাখ টাকা মূল্যেরও খাট উঠেছে মেলার উত্তর পার্শ্বে বসেছে মিষ্টির দোকান সেখানে বালিশ মিষ্টি, মাছ মিষ্টি, রসগোল্লা, চমচম, হাসিখুশি মিষ্টি, খাজা, মুরকী জিলাপিসহ নানা ধরনের রকমারি মিষ্টির পসরা মেলার পশ্চিম পার্শে রয়েছে উত্তর দক্ষিণ বরাবর প্রায় অর্ধশত কসমেটিকের দোকান সেখানে নানা বয়সীসহ তরুণীরা ভীড় করছেন তাদের পছন্দের কসমেটিক সামগ্রী ক্রয় করতে

শিশুদের জন্য রয়েছে নানা ধরনের খেলনার দোকান এসব দোকানে শিশুরা ভীড় করছে।তার পাশেই রয়েছে বেশ বড়সড় ফুসকা, চটপটি এবং ফাস্ট ফুডের দোকান মেলার সবচেয়ে পূর্ব পাশে রয়েছে মাছ মাংসের দোকান এখানে ছোট থেকে শুরু করে বেশ বড় সাইজের বিভিন্ন ধরনের মাছ উঠেছে এছাড়া লোহার তৈরি তৈজসপত্র থেকে শুরু করে প্রায় সকল ধরনের জিনিসপত্রই উঠেছে মেলায়

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু
আজ থেকে হজ ফ্লাইট শুরু
বৃহস্পতিবার হজ ফ্লাইট শুরু, হজযাত্রীদের যখন ক্যাম্পে উপস্থিত হতে হবে
ভারতে লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু
X
Fresh