• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে লঞ্চের কেবিন থেকে মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৪, ১৬:৫৭
ছবি: প্রতিনিধি

ঢাকা থেকে চাঁদপুর ঘাটে আসা যাত্রীবাহী একটি কেবিন থেকে জয়নাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বোগদাদিয়া-৭ লঞ্চের নিচতলার ১০৩ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি শরিয়তপুর জেলায়। তিনি ঢাকায় একটি টেইলার্সে কাজ করতেন। ওই কেবিনে জয়নাল একাই ছিলেন।

লঞ্চের মাষ্টার কলিমুল্লাহ জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা লঞ্চটি পৌনে ১২টায় চাঁদপুর ঘাটে আসে। এরপর যাত্রীরা লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নিচতলার ১০৩ কেবিনের যাত্রী বের হয়নি। পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়া না পেয়ে জানালা খুলে তাকে নিচে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নৌ থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তার তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লঞ্চের টালিখাতায় তিনি জয়নাল নাম অন্তভুক্ত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার এসআই জহির জানান, জয়নাল কেবিনে একা থাকায় পূর্নাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তার আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মুনসুর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রোগীর মৃত্যু হয়। মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। লাশ হাসপাতালেই রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
বিল থেকে ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার
রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার
পাথরঘাটায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার 
X
Fresh