• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

বাস-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৪, ১৩:৩১
অফিসার ইনচার্জ
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ বাসযাত্রী। এদের মধ্য ৫ জনকে হাসাপাতলে ভর্তি করা হয়ছে।

বুধবার (১৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, খুলনা ডুমুরিয়া এলাকার রাজুর স্ত্রী সায়মা বেগম এবং একই জেলার রূপসা এলাকার মো. আলিম উদ্দিনে শেখের ছেলে মিজান শেখ।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। বাসটি সোনাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী হার্ডবোর্ড বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সায়মা ও মিজান নিহত হয় এবং আহত হয় কমপক্ষে ১০ জন বাসযাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু
রাঙ্গামাটিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৭
সালমানের বাড়িতে হামলাকারীর মৃত্যু পুলিশ হেফাজতে, পরিবারের দাবি হত্যা
X
Fresh