• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

গৃহবধূকে কুপিয়ে জখম, হাতের ২ আঙুল বিচ্ছিন্ন

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৭
গৃহবধূকে কুপিয়ে জখম, হাতের ২ আঙুল বিচ্ছিন্ন
ছবি : সংগৃহীত

মাদারীপুরে এক গৃহবধূকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় চায়না বেগম (২২) নামের ওই গৃহবধূর হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চায়না বেগম মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকার সোনা মিয়া ঘরামীর মেয়ে।

তিনি একই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামের সৌদি আরব প্রবাসী সুলতান দঢ়ির স্ত্রী।

জানা যায়, চায়না বেগম ইজিবাইকে করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। বাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ৫-৭ জন দুর্বৃত্ত চায়নার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন। এতে চায়না বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। আঘাতে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাইশা জেরিন মিম বলেন, চায়না বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ প্রসঙ্গে মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিক্ষাবৃত্তির জন্য শিশু নোমানের আঙুল পুড়িয়ে দেওয়া হয়
‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন’
তিন বছর অনুপস্থিত, নিয়মিত বেতন তোলেন শিক্ষক
হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি
X
Fresh