• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে কাঁকড়া ধরার অভিযোগে ৩ জেলে আটক

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৪, ১৭:৪২
ছবি : সংগৃহীত

সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অভিযোগে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট টিমের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১টি নৌকাসহ ২শ আটন (বিশেষভাবে তৈরি ফাঁদ) জব্দ করা হয়।

রোববার (১৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলো দাকোপ উপজেলার পানখালী গ্রামের জুয়েল শেখ, আজিজুল শেখ ও আবু হুরাইরা।

খুলনা রেঞ্জের স্মার্ট টিম লিডার নির্মল কুমার মন্ডল বলেন, এর আগে পুষ্পকাটি অভয়ারণ্যে এলাকায় অভিযান চালিয়ে ৭টি নৌকাসহ ৭শ পিস আটন জব্দ করা হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান গণমাধ্যমকে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
মাছ ধরতে গিয়ে ৪২ জেলে আটক
চাঁদপুরে ১০ জেলে আটক, ৫ জনের বিরুদ্ধে মামলা
X
Fresh