• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৪, ১০:০৩
ছবি: প্রতিনিধি

ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। সূর্যের দেখা নেই পাঁচদিন ধরে। গত কয়েকদিনের তুলনায় আজ (রোববার) তাপমাত্রা কমে এক অংকে নেমেছে।

তীব্র শীতের কারণে সন্ধ্যার পর থেকেই রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যচ্ছে। দিনের বেলায় প্রয়োজনীয় কাজ ছাড়া অধিকাংশ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গেছে।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, চলতি মাসের মাঝামাঝিতে শীতের তীব্রতা বাড়বে। তবে, দিনে রোদের দেখা মিলবে। সেই সঙ্গে চলতি মাসে আরও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘের লুকোচুরি, বৃষ্টির অপেক্ষায় মেহেরপুরবাসী
কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি 
কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টির পূর্বাভাস
হিলিতে স্বস্তির বৃষ্টি
X
Fresh