• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

রাজবাড়ীতে শীতে বিপর্যস্ত জনজীবন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৭
ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে বেড়েছে শীতের প্রকোপ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের স্বাভাবিক জীবনযাত্রা। পদ্মা নদীর হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে মানুষ। গত দুইদিন ধরে সারাদিন সূর্যের দেখা মেলেনি। কাজে যেতে না পারায় মানুষের হাতে টাকা নাই। ফলে অর্থের অভাবে খাদ্য ও শীত বস্ত্রও কিনতে পারছেন না।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশা থাকায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এদিকে খড়কুটোয় শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হিমেল বাতাস। অনুভূত হচ্ছে তীব্র শীত। দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও অসহায় মানুষ। বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া জনসাধারণ।

পদ্মার আমবাড়ীয়া চর এলাকার ভ্যানচালক ওমেদ আলী বলেন, কয়েক দিন ধরে কুয়াশা আর শৈত্যপ্রবাহ চলছে। সেই সঙ্গে ঠান্ডা বাতাসে বাইরে কাজ করতে কষ্ট হচ্ছে।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া কম্বল জেলার পৌরসভা ও প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বণ্টন শুরু হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন
ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
রাজবাড়ীতে ট্রেন চলাচল স্বাভাবিক
X
Fresh