• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

পূর্ব বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৪১
লাখাই
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের লাখাইয়ে বুধ লাল দাস (৪২) নামের এক কৃষককে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বুধ লাল দাস উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহালাল দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধ লাল দাস তার চাচাত ভাই প্রমোদ দাসসহ মেলা থেকে বাড়ি পথে মাধবপুর নামক স্থানে পতিত জায়গায় কয়েক জন লোক পূর্ব বিরোধের জেরে তাদেরকে আটক করে। পরে দা দিয়ে বুধ লাল দাসের মাথার বাম পাশে ও হাতে জখম করে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জন্টু লাল দাস চৌধুরী নামে নিহতের এক আত্মীয় জানান, সেচ প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে বাবুলদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকবার বিচার-সালিসও হয়েছে। কিন্তু বাবুল গংরা প্রভাবশালী হওয়ায় সমাধান হয়নি।

তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভরপূর্ণী মেলা থেকে আসার পথে মাধবপুর নামক স্হানে বাবুল মিয়া গংরা বুধ লাল দাসকে দা ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহত ৪ জনের দাফন সম্পন্ন
বেল পাড়া নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
লাখাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
X
Fresh