• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে দেখা মিলছে না সূর্যের, দুর্ভোগে মানুষ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৪, ১৩:৫৬
স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলিতে গত দুই দিন থেকে ঘন কুয়াশাতে ঢেকে আছে চারপাশ, দেখা মিলেনি সূর্যের। অতিরিক্ত শীতের কারণে দুর্ভোগে দরিদ্র নিন্ম আয়ের মানুষগুলো, বইছে হিমেল বাতাস। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করেছে আবহাওয়া অফিস।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সম্পা বেগম বলেন, আমার ছেলের বয়স ১০ মাস। হঠাৎ করে স্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। যার জন্য হাসপাতালে নিয়ে আসলাম। অতিরিক্ত শীতের কারণে ডায়রিয়াও হয়েছে, খুব চিন্তায় আছি। ডাক্তার নিয়মিত চিকিৎসা দিচ্ছে। এখন কিছুটা কমেছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিস বলেন, এক সপ্তাহ থেকে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগী বেশি। আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং শীত থেকে রক্ষার জন্য গরম কাপড় ব্যবহারের প্রতি বেশি নজর দিচ্ছি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের হাসপাতালে খালেদা জিয়া
হাসপাতালে অভিনেতা সোহম চক্রবর্তী
সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া
তীব্র গরমে শ্রেণিকক্ষে ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি 
X
Fresh