• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের ২৫ দিন পর শিয়ালের খাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ অক্টোবর ২০১৭, ১৫:২৫

নিখোঁজের ২৫দিন পর গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকা থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

নিহত স্কুলছাত্রের নাম সাইদুর রহমান (১৩)। সে কাশিমপুরের সিরাজুল ইসলামের ছেলে ও স্থানীয় ধানসিড়ি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হারুন অর রশীদ জানান, সাইদুর গেলো ৮ সেপ্টেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের আগে এক যুবক সাইদুরকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়েছিল। নিখোঁজের ঘটনায় তার চাচাত ভাই আবু বকর সিদ্দিক জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

পরে ওই যুবককে আটক করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী অপর দুই সহযোগীকে আটক করলে তারা স্বীকারোক্তি দেয়া। তাদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার সকালে কাশিমপুরের বাগবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে সাইদুরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বেশির ভাগ অংশই শিয়ালে খেয়ে গেছে বলে জানান তিনি।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযান, জেলে নিখোঁজ
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
X
Fresh