• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীর দুই মিল থেকে ৫ হাজার বস্তা চাল আটক

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৫

রাজশাহী মহানগরীর দুইটি রাইস মিলে অভিযান চালিয়ে পাঁচ হাজার বস্তা চাল আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মিলগুলো হলো হা-মীম ও আসলাম রাইস মিল। এ ঘটনায় হা-মীম রাইস মিলের ব্যবস্থাপক ফয়সাল হাসান ও আসলাম রাইস মিলের মালিক আসলামকে আটক করা হয়েছে।

সোমবার বিকেলে মহানগরীর সপুরা এলাকায় এই দুই রাইস মিলে অভিযান চালিয়ে হা-মীম রাইস মিলে ৪ হাজার ২৯ বস্তা ও আসলাম রাইস মিলে এক হাজার ২৮৫ বস্তা চাল মজুদ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল।

তিনি সাংবাদিকদের জানান, এ দুইটি মিলের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। অবৈধভাবে তারা চাল উৎপাদন করে মজুদ করে রেখেছেন। তাদের মিলে উৎপাদিত চালের বস্তায় কুষ্টিয়ার আব্দুর রশিদের মেসার্স হালিমা অটোরাইস মিলের স্টিকার লাগিয়ে বাজারজাত করে থাকে।

এছাড়াও ওই দুইটি রাইস মিলে কয়েক হাজার বস্তা ধানও মজুদ রয়েছে বলে জানান সুব্রত পাল।

তিনি আরও বলেন, দুই রাইস মিল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ করার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু  
রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায়
‘আমাকে মেরে ফেলেন ভাই’
উত্তপ্ত রাজশাহী, তাপমাত্রা ছাড়াল ৪২ ডিগ্রি
X
Fresh