• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৩, ০৮:১৮
ফাইল ছবি

বরিশালে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারদিন গাজী (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রাহান ও ইমন নামে ফারদিনের সঙ্গে থাকা আরও দুই কিশোর আহত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় নগরীর ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফারদিন শহরের ভাটিখানা এলাকার বাসিন্দা। তার বাবার নাম এনামুল হক গাজী।

ভাটিখানার বাসিন্দা মনির হোসেন জানিয়েছেন, ফারদিন লেখাপড়া করতো না। দুই মাস আগে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করে সে। কোনোভাবেই তাকে মানাতে না পেরে মোটরসাইকেল কিনে দেন বাবা। শুক্রবার মোটরসাইকেলে তিন জন বেপরোয়া গতিতে চলার সময় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার গ্লাস ভেঙে ফারদিনের মাথায় ঢুকে যায়। স্থানীয়রা উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার এসআই সুজিত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে নারী নিখোঁজ
‌‘হিটস্ট্রোকে’ আওয়ামী লীগ নেতার মৃত্যু
জাল ভোট পড়লে ভোটকেন্দ্র বন্ধ: ইসি হাবিব
X
Fresh