• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হত্যার হুমকি

আরটিভি অনলাইন রিপোর্ট, বরিশাল

  ২৪ আগস্ট ২০১৭, ১২:০৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এসএম ইমামুল হককে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।

এ ঘটনায় বুধবার বন্দর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন উপাচার্য। ডায়রিতে সহিদুল ইসলাম নামেরে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে তাকে হত্যার হুমকি দেয়া হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল।

জিডিতে তিনি উল্লেখ করেন, সহিদুল ইসলাম পরিচয় দিয়ে একটি মোবাইল নম্বর থেকে বুধবার সকাল ৯টা ৫ মিনিটে একটি খুদে বার্তাটি পাঠানো হয়। সে বার্তায় ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়ে খুন ও জখমের হুমকি দেয়া হয়েছে।

বার্তায় বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক নিয়োগ পরীক্ষা বাতিল এবং সুপারিশকৃত তালিকা অনুসারে নিয়োগের দাবীতে এই হুমকি দেয়া হয়েছে।

বিষয়টি তদন্তের জন্য বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শামীমকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ইমামুল হক জানান, হুমকির ব্যাপারে পুলিশকে জানিয়েছি এবং থানায় জিডি করেছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ
টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
অর্থ সংকটে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে দল পাঠাচ্ছেনা নোবিপ্রবি 
শ্বাসরোধে সন্তান হত্যার পর নাটক সাজান মা
X
Fresh