• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে বাড়ছে পানি, সেনা সহায়তা চেয়েছে জেলা প্রশাসন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, দিনাজপুর

  ১৩ আগস্ট ২০১৭, ১৫:২১

দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পুর্নভবা নদীর পানি দশমিক ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষাকারী বাধসহ বেশ কয়েকটি বাধ ভেঙে গেছে। এরই মধ্যে শহর রক্ষাকারী বাধ মেরামতে বিজিবি কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

সদর, বিরল বোচাগঞ্জ, কাহারোল বীরগঞ্জ, খানসামা উপজেলা হাজার হাজার মানুষ বান্দি হয়ে পড়েছে। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক উপজেলার সঙ্গে দিনাজপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বানভাসি মানুষের আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার পুর্নভবা নদীর পানি বিপদসীমার কয়েক মিলিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষাকারী বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বিভিন্ন উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে। তবে এ মুহূর্তে জরুরি হয়ে পড়েছে বন্যার্ত মানুষকে উদ্ধার কাজ। সে কারণে উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সিদ্দিকুর রহমান বলেন, শহর রক্ষাবাঁধ ভেঙে যাওয়ায় শহরের বিভিন্ন অংশে পানি ঢুকে পড়ছে। তাৎক্ষণিকভাবে বাঁধ মেরামতে বিজিবি কাজ শুরু করেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তার কারণে গুরুত্বপূর্ণ এলাকা ছাড়া অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেবোত্তর সম্পত্তি রক্ষায় আইন করা হচ্ছে: ভূমিমন্ত্রী
দিনাজপুরে বিএনপির ৫ নেতা বহিষ্কার
পাঞ্জাবকে রান বন্যায় ভাসালো কলকাতা
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh