• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল (ভিডিও)

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২২, ২০:২৯
ফাইল ছবি

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বান্দরবানসহ পার্বত্য এলাকায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। রুমা ও রোয়াংছড়ি সীমান্ত এলাকায় কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান চলছে।

সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে গত ১৮ অক্টোবর থেকে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু হয়। এরপর ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত থানচি ও আলীকদম উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে চারটি উপজেলাতেই ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
ইরান-ইসরায়েল যুদ্ধের শঙ্কা, ভ্রমণে সতর্কতা
ঈদে এবারই প্রথম স্বস্তিতে মানুষ রেলভ্রমণ করেছে : রেলপথমন্ত্রী
বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
X
Fresh