• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি, যুবদল নেতা গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ০২ আগস্ট ২০১৭, ১৩:৫৭

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে রাজশাহীর তানোর উপজেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার চৌবাড়িয়া-মাদারীপুর সড়ক থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক যুবদল নেতার নাম শরীফ উদ্দিন মুন্সী (৩০)। তিনি উপজেলার মালশিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক।

তানোর থানার এসআই রায়হান আলী জানান, শরীফ উদ্দিন মুন্সী নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে লেখা হয়। এছাড়া দু’মন্ত্রী ও স্থানীয় এমপি সম্পর্কে কটূক্তি করা হয় ওই আইডিতে।

ফেসবুকে এমন লেখালেখির ঘটনায় তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো বাদী হয়ে মঙ্গলবার সকালে তানোর থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন।

এ মামলার ভিত্তিতে সন্ধ্যায় শরীফ উদ্দিন মুন্সীকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে ছড়ালেন প্রেমিক, এলাকাবাসীর প্রতিবাদ
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয়
ড. জেকিল ও মি. হাইড চরিত্রে অভিনয়, অতঃপর প্রধানমন্ত্রীর ধমক 
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন ও সেনাপ্রাঙ্গণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
X
Fresh