• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে বিস্ফোরকসহ আটক ২

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

  ২৫ জুলাই ২০১৭, ১৫:৫৯

সিলেটে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্যসহ দু’জনকে আটক করেছেন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ৯)।

আটককৃতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার বড়বন গ্রামের জহির উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২২) ও একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)।

সোমবার বিকেলে জৈন্তাপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ২৮৩ গ্রাম ওজনের ২৮টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর ও ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের ৩০ পিস পাওয়ার জেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে সিলেট র‌্যাব ৯ সদর দপ্তরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। এসময় র‌্যাব ৯ অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব বিস্ফোরক দ্রব্য আগে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যর সঙ্গে মিল রয়েছে।

তিনি আরো জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে ভারতের মেঘালয় রাজ্যে লাটুম্বাই কয়লা খনিতে কর্মরত কিছু শ্রমিকের মাধ্যমে বাংলাদেশে এই বিস্ফোরক তাদের কাছে আসে। উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশে কোথায় ব্যবহারের উদ্দেশ্য ছিল এবং এর সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রাখবে র‌্যাব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব ৯ এর উপপরিচালক মেজর জামসেদ আহমেদ, অ্যাডিশনাল এসপি মো. মনিরুজ্জামান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে ঝুম বৃষ্টি, স্বস্তি ফিরল নগরে 
এক বিভাগে টানা ৩ দিন ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা
ধর্মীয় বিষয় নিয়ে বিদ্যা বালানের বিস্ফোরক মন্তব্য
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
X
Fresh