• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সরকারি ইনজেকশন বাইরে বিক্রি, ঢামেকের ফার্মাসিস্ট আটক

আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২২, ১৯:৫২
সরকারি ইনজেকশন বিক্রির অভিযোগে ঢামেকের ফার্মাসিস্ট আটক

সরকারি ইনজেকশন বাইরে বিক্রির চেষ্টাকালে ইসমাইল হোসেন (৩৪) নামে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক ফার্মাসিস্টকে আটক করেছে র‌্যাব-৩ এর সদস্যরা।

সোমবার (২৭ জুন) দুপুর ১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সরকারি (বিক্রয় নিষিদ্ধ) ১৯৫ পিস ইনজেকশন (নেলবান) হাসপাতালে বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে বিক্রি করা হবে। পরে ইসমাইল হোসেন নামে এক ফার্মাসিস্টকে ইনজেকশনসহ হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন।

জানা যায়, আটক ইসমাইল হোসেন এই ইনজেকশন বাইরে নিয়ে ১৪ টাকা দামে বিক্রয় করেন। অথচ এর একটি ইনজেকশন বাইরের যেকোনো ফার্মেসি থেকে কিনতে গেলে ৯০ টাকা করে লাগে। এমন কর্মকাণ্ডের সঙ্গে মেডিসিন স্টোরের আরও অনেকেই জড়িত আছে বলে র‌্যাবের কাছে তথ্য রয়েছে।

উল্লেখ্য, র‍্যাব তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারি ওষুধ অন্যত্র সরিয়ে ফেলার সময় ইসমাইল হোসেন নামে এ ফার্মাসিস্টকে আটক করে। এর আগেও হাকিম নামে সরকারি একজন স্টাফকে সুতাসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খতনার সময় শিশুর পুুরুষাঙ্গ কেটে ফেলল হাজাম, ঢামেকে ভর্তি
ঈদে ১৭২ মোটরসাইকেল দুর্ঘটনায় ঢামেকে ভর্তি ৮২, মৃত্যু ৩
বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রি নিহত
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
X
Fresh