• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২৪, ০১:৩৭
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে আব্দুল জলিল (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর ১০৩ নম্বর ওয়ার্ডে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহতের দুলাভাই আমিনুল ইসলাম জানান, আমার শ্যালক পেশায় একজন নির্মাণ শ্রমিক। সন্ধ্যার দিকে মোহাম্মদপুরের একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এরপর তার সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন মৃত্যু হয়।

তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ডুবাউরা থানার কেশরনগর গ্রামে। বাবার নাম মো. হাফিজ মিয়া। আব্দুল জলিল ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন বলেও জানান আমিনুল ইসলাম।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনাঙ্গ কাটলেন প্রথম স্ত্রী
X
Fresh