• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

এবার বরিশালে ৩ নবজাতকের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২২, ১৩:৫৬
এবার বরিশালে ৩ নবজাতকের নাম স্বপ্ন-পদ্মা-সেতু
ছবি- সংগৃহীত

এবার বরিশালে এক মায়ের তিন সন্তানের জন্ম হয়েছে। তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন-পদ্মা-সেতু।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টায় বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাদের জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সার্জন ডা. মুন্সী মোমিনুল হক। তিনি জানান, অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতক ভূমিষ্ঠ হয়। তারা সকলেই কন্যা। নববজাতক ৩ জন ও মা সুস্থ রয়েছেন।

জানা গেছে, বাবু সিকদার- নুরুন নাহার দম্পতির সন্তান তারা। বাবু ভাড়ায় মোটরসাইকেল চালান।

চারদিকে এখন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি। মোটরসাইকেল চালকেরও প্রস্তুতি ছিল সমাবেশে যাওয়ার। কিন্তু তার আগেই প্রসববেদনা শুরু হয় স্ত্রীর। একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করালে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় তিন কন্যা। খুশিতে নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু।

নবজাতকদের বাবা বাবু সিকদার জানান, তার বাড়ি বরিশাল সদর উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের নিমতলা স্ট্যান্ড নামক স্থানে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে নারী নিখোঁজ
‌‘হিটস্ট্রোকে’ আওয়ামী লীগ নেতার মৃত্যু
জাল ভোট পড়লে ভোটকেন্দ্র বন্ধ: ইসি হাবিব
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
X
Fresh