• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

অগ্নিকাণ্ডের পর নিলামে ৬০৯ ড্রাম ‘হাইড্রোজেন পার-অক্সাইড’

আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২২, ১৪:১৩
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে কনটেইনারে থাকা হাইড্রোজেন পার-অক্সাইড পদার্থকে দায়ি করছেন অনেকে। তারা মনে করেন এর ফলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে।

এমন ঘটনার পর এবার টনক নড়েছে কাস্টমস কর্তৃপক্ষের। চট্টগ্রাম বন্দরে চার বছর ধরে পড়ে রয়েছে ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড। বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনার পর তড়িঘড়ি করে এগুলো এখন নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৬ জুন) বিকেলে এসব রাসায়নিক প্রকাশ্য নিলামে তুলে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার (নিলাম) আলী রেজা হায়দার জানান, সীতাকুণ্ডের ঘটনার পর রোববার বন্দর কর্তৃপক্ষকে এই বিপজ্জনক পণ্য নিলামে তোলার জন্য কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেয়। চিঠি পাওয়ার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্তে সেগুলো নিলামে তুলে বিক্রির সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, সংরক্ষিত দামের ১০ শতাংশ পে-অর্ডার বা নগদ টাকা দিয়ে আগ্রহীরা নিলামে অংশ নিতে পারবেন। হাইড্রোজেন পার-অক্সাইড টেক্সটাইল, ডাইংসহ নানা শিল্পে ব্যবহার করা হয়।

বন্দর সূত্রে জানা গেছে, তুরস্ক থেকে চার বছর আগে হাইড্রোজেন পার-অক্সাইডের চালানটি নিয়ে আসে গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড। আমদানির পর সেগুলো আজও খালাস করেনি। এরপর থেকে দুই কনটেইনারের চালানটি বন্দরের চত্বরে পড়ে আছে। চালানটিতে ৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার-অক্সাইড রয়েছে। এই চালানের সংরক্ষিত দাম ধরা হয়েছে ২৩ লাখ ৮০ হাজার টাকা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধায় আগুনে পুড়েছে ১০ দোকান 
কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড
বড়াইগ্রামের আগুনে পুড়ল ৫০ বিঘা জমির বরজ
X
Fresh