• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

র‍্যাবের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৭ মে ২০২২, ১৫:৪৮
র‍্যাবের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩
ছবি: আরটিভি নিউজ

চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) সকালে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, গতকাল র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ১৩ জনকে মিরসরাইয়ের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টায় মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে র‍্যাবের ওপর হামলার ঘটনা ঘটে। এতে র‍্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, সাদা পোশাকে র‍্যাবের একটি দল তথ্য সংগ্রহের কাজে মিরসরাই গিয়েছিল। তাদের ওপর দলবেঁধে একটি চক্র উদ্দেশ্য মূলকভাবে হামলা চালাই।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
X
Fresh