নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ২৩ মে ২০২২, ২৩:৪১
গোসল করতে গিয়ে প্রাণ গেল শিশুর

নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে সালমান নামে ৬ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মে) দুপুরে নড়াইল সদর উপজেলার সাধুগ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটির স্বজনরা জানায়, সালমান তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পাড় থেকে পড়ে তলিয়ে যায়। স্বজনরা পুকুরে গিয়ে খোঁজাখুজির এক পর্যায়ে তাকে উদ্ধার করতে সক্ষম হলেও ততক্ষণে সে মারা গেছে। এ অবস্থায় শিশু সালমনকে নিয়ে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামলান সাধুখালী গ্রামের সেলিম মোল্লার এক মাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া মেনে এসেছে।
স্বজনদের কান্নায় পরিবেশে ভারী হয়ে ওঠে। কোনো সান্তনাতেই থামছে না তাদের বিলাপ। প্রিয় সন্তানের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা।
মন্তব্য করুন