• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : সেতুমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জুন ২০১৭, ০৮:৫৯

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে এবং ১ মাসের মধ্যে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ভারী যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে।

সোমবার রাঙামাটি সড়কের ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কটি চালু রাখা খুবই প্রয়োজন। তাই রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকার ধসে যাওয়া রাস্তায় একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে।

ওবায়দুল কাদের বলেন, পাহাড় ধসের ৭ দিন পর বিএনপি লোক দেখানো নাটক করতে রাঙামাটি আসতে চেয়েছিল।

তবে মির্জা ফখরুলের ওপর যারা হামলা করেছে তারা যে দলেরই হোক- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে তিনি রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সি/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়ন বাতিল
বিএনপির ঘরের রাজনীতিও ঝিমিয়ে পড়েছে: কাদের
পাহাড় ধসে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh