নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১৫ মে ২০২২, ০০:০৯
নওগাঁয় ১৩৭টি গুলির খোসা উদ্ধার

নওগাঁর মান্দায় ১৩৭টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নীলকুঠি মোড়ের পাশে পড়ে থাকা একটি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর থেকে গুলির খোসাগুলো উদ্ধার করা হয়।
উপজেলার গণেশপুর ইউপি সদস্য সাহাদৎ হোসেন বলেন, আজ বিকেল সাড়ে ৫ টার দিকে পথচারীরা নীলকুঠি মোড়ের পাশে পড়ে থাকা একটি লাল রংয়ের শপিং ব্যাগে গুলির খোসাগুলো দেখতে পান। এরপর তারা থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলির খোসাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জনান, সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসাগুলো উদ্ধার করেন। এসব গুলি ৭ দশমিক ৬২ মডেলের রাইফেলের। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন