নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১৪ মে ২০২২, ১৩:৪৪
বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুতায়িত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মে) রাতে লোহাগড়া উপজেলার চাচই-ধানাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রহিম মোল্লা (২৫) সে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মো.ইকরাম মোল্লার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে নিজের ঘরে বিদ্যুৎ লাইনে কাজ করছিল রহিম। এ সময় অসাবধানতাবশত রহিম বিদ্যুতের লাইন স্পর্শ করে ফেলে পরে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে জানিয়েছেন।
মন্তব্য করুন