• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে ইয়াবা ও মিয়ানমারের মুদ্রাসহ আটক ৭

টেকনাফ (কক্সবাজার), আরটিভি নিউজ

  ১৩ মে ২০২২, ১৯:৩৩
টেকনাফে ইয়াবা ও মিয়ানমারের মুদ্রাসহ আটক ৭
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও মিয়ানমারের মুদ্রাসহ সাতজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) ভোরে টেকনাফের দমদমিয়া চেকপোস্ট এবং কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন- টেকনাফ সদরের বরইতলী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে শফিউল্লাহ (৫৫), স্ত্রী তৈয়বা বেগম (৪০), তাদের ছেলে আনোয়ার হোসাইন (১৯), আনোয়ারের স্ত্রী লাকি আক্তার (১৯), সুলতান আহমদের ছেলে মো. জালাল (২৬), রহমত আলীর ছেলে মো. রেদোয়ান (১৯) ও মো. পারভেজ।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা, মিয়ানমারের প্রচলিত মুদ্রা ও ১৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এ ছাড়া কক্সবাজারগামী একটি সিএনজি দমদমিয়ার চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তিন আরোহীকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় ওই সিএনজি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মিয়ানমারের মুদ্রা ও স্বর্ণ কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা করা হয়। আটককৃতদের মাদক চোরাচালান এবং অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে র‍্যাব-ডাকাত গোলাগুলি, কৃষক নিহত 
কক্সবাজারে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৩
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক
উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
X
Fresh