• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বোতলজাত সয়াবিন তেল ড্রামে ভরে বিক্রি

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১২ মে ২০২২, ২২:৪৩
বোতলজাত সয়াবিন তেল ড্রামে ভরে বিক্রি
ফাইল ছবি

বোতলজাত ভোজ্যতল ড্রামে ভরে খোলা তেল হিসেবে বিক্রি করায় চট্টগ্রাম নগরের হালিশহর ছোটপুল এলাকার বিসমিল্লাহ স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ওই দোকান থেকে ৫১৫ লিটার তেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেছেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মো. আনিছুর রহমান বলেন, বাজারে ভোজ্যতেলের সংকট নিরসনে আমরা প্রতিদিন বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছি। তারই অংশ হিসেবে আজ ছোটপুল এলাকায় অভিযান পরিচালনা করেছি।

এখানে, বিসমিল্লাহ স্টোর নামের একটি দোকানে পাঁচ লিটার বোতলজাত সয়াবিন ড্রামে ভরে খোলা তেল হিসেবে ১৪০ টাকা লিটারে বিক্রি করছিল। অথচ তেলগুলো তাদের আগের কেনা ছিল। এ অপরাধে আমরা প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযান, জেলে নিখোঁজ
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh