• ঢাকা রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
logo

টানা বৃষ্টিতে বরগুনায় ফসলের ব্যাপক ক্ষতি

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মে ২০২২, ১৬:৩১
টানা বৃষ্টিতে বরগুনায় ফসলের ব্যাপক ক্ষতি
ছবি: প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে বরগুনায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে তরমুজ ও মুগ ডালের আরও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

তারা বলছেন, ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বোরো ধান, আগাম আউশ বীজের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার থেকে পানিতে ডুবে আছে বোরো ধানসহ আউশের বীজ। পানি নামতে আরও দু-তিন দিন লাগবে। এতে আউশের বীজ পচে যাবে। তাছাড়া এখন অনেকের ঘরেই আউশের ধান নেই, যা দিয়ে তারা আবার বীজ করবে।

চল্লিশ কাউনিয়া গ্রামের কৃষক বেল্লাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় ‘অশনি’র কারণে টানা ভারী বৃষ্টিতে বোরো ক্ষেতের ক্ষতি হয়েছে। যেসব ক্ষেতে ধানের ছড়া বের হয়েছিল তা নুয়ে পড়েছে। এ ছাড়াও অনেক মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে। জেলার কৃষি অফিস থেকে পরামর্শ ছাড়া আমাদের কৃষকের আর কোনো উপায় নেই।

বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বৃষ্টিকে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি আরও দু-এক দিন অব্যাহত থাকলে বোরো ধান ও আউশের বীজের অপূরণীয় ক্ষতি হবে।

সরকারের পক্ষ থেকে যেসব সহযোগিতা আছে বা আসবে সেটুকু কৃষকের কাছে পৌঁছানো হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনার তালতলীতে চেয়ারম্যান পদে লড়বেন স্বামী-স্ত্রী 
টানা বৃষ্টির পর ফের আসছে তাপদাহ
চলতি মাসের যে সময় ঘূর্ণিঝড়ের আশঙ্কা
পাথরঘাটায় সাইবার নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা
X
Fresh