• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম হাসপাতালে

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১১ মে ২০২২, ১৪:১৪
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম হাসপাতালে

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১১ মে) দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে তাকে হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়। তবে মঙ্গলবার (১০ মে) রাজশাহীতে যান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের অবস্থা এখনও স্থিতিশীল নয়। আজ বুধবার সকালে তার প্রায় ১০ বার পাতলা পায়খানা হয়েছে।

তিনি আরও বলেন, ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। ব্লাড প্রেশার কমে গেছে। এ কারণে আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কান থেকে ফিরেই হাসপাতালে ঐশ্বরিয়া
প্রতিবন্ধী সন্তানকে বিষ খাইয়ে হাসপাতালে নিলেন বাবা-মা, অতঃপর...
সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, চলতি বছরে ৩৩
X
Fresh