পদ্মার তীরে 'জয় বাংলা' এভিনিউ
শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার তীর ঘেষে সর্বনাশা পদ্মার আগ্রাসী রূপ প্রায় শত বছরেরও বেশি সময় থেকে দেখে আসছিল দুই তীরের সাড়ে ৬ হাজারেরও বেশি পরিবার। পদ্মার এই ভাঙা-গড়ার খেলায় তারা হারিয়েছে হারিয়েছে সবকিছু। মাত্র তিন বছরের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের ঐকান্তিক প্রচেষ্টায় বাঁধ হওয়ায় গত দুই বছর একটি বাড়িও ভাঙেনি।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মুলফৎগঞ্জ পদ্মা নদীর পাড়ে মহান স্বাধীনতা দিবসে নড়িয়ার বেড়িবাঁধের পাশে সুরেশ্বর থেকে মোক্তারেরচর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার ওয়াকওয়ে 'জয় বাংলা এভিনিউ'- উদ্বোধন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী শামীম।
পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এনামুল হক শামীম বলেন, আমি নিজেও নদীভাঙন এলাকার মানুষ। নদীভাঙনের শিকার মানুষের কষ্টটা আমি বুঝি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নজরদারি ও সার্বিক সহযোগিতায় কারণেই দীর্ঘ ৫০ বছরের ভাঙনরোধ করা সম্ভব হয়েছে। আমি নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরবাসীর পক্ষ থেকে শেখ হাসিনার প্রতি চিরকৃতজ্ঞ।
শামীম বলেন, শুধু আমার নির্বাচনী এলাকাই নয়, শরীয়তপুর জেলাসহ সারা দেশেই নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন