• ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

গাজীপুরে টিনশেড মার্কেট ও বসতবাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২৪, ১০:৪৯
ফায়ার সার্ভিস
ছবি : আরটিভি

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস গরু কাটা ব্রিজ এলাকায় কয়েকটি মার্কেট ও অর্ধ শতাধিক টিনশেডের কলোনি ঘর আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাত ৩টার সময় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা জানান, ভোগড়া বাইপাস এলাকার স্থানীয় রফি মাতবরসহ কয়েকজনের জমি ভাড়া নিয়ে নিমাণকৃত মার্কেট ও টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা আরও বেড়ে গেলে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সংযুক্ত হয়ে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আগুনে মার্কেটের কয়েকটি দোকানের মালামাল ও অর্ধ শতাধিক টিনশেড ঘরের কক্ষ ও আসবাপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকায় প্রায় দু'ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্নাতক পাসেই নিয়োগ দেবে এসএমসি
‘দানা’ মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যদের ছুটি বাতিল, চালু হটলাইন নম্বর
নিয়োগ দেবে ওয়ান ব্যাংক পিএলসি
সুলতান’স ডাইনে চাকরির সুযোগ