Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২৫ মে ২০২২, ১১ জ্যৈষ্ঠ ১৪২৯

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২২, ১২:০১

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৬০.৪৯ শতাংশ

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৬০.৪৯ শতাংশ
ফাইল ছবি

রাজশাহীতে করোনা ভয়ঙ্কর হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬০ দশমিক ৪৯ শতাংশে। শনাক্তের হার একদিনের ব্যবধানে প্রায় ১৭ শতাংশ বেড়েছে।

এছাড়া গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। তাদের বয়স ৪১ থেকে ৬১ বছরের মধ্যে।

তবে করোনা শানাক্তের হার বাড়লেও হাসপাতালে শনাক্তের তুলনায় রোগীর ভর্তির হার সামান্য। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫১ জন চিকিৎসাধীন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা ধরা পড়েছে। তারা সকলেই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। যা গতকাল ছিল ৪৪ দশমিক ১৯ শতাংশ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রাজশাহীতে করোনা সংক্রমণের হার এরই মধ্যে দশমিক ৬০ দশমিক ৪৯ শতাংশ ছাড়িয়েছে যা খুবই উদ্বেগের বিষয়। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। তখন হাসপাতালে চাপ বেড়ে যাওয়ার আশংকা রয়েছে।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS