Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২২, ১৩:৫৫
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৫:৫৪

ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন
ফাইল ছবি

সপ্তাহ পার হতে না হতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লাগার ঘটনা ঘটেছ। এতে পুড়ে গেছে ২৯টি শেল্টার।

সোমবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে ক্যাম্প-৫এর মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২-তে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তার তথ্যমতে, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২-এ আগুন লাগার ঘটনা ঘটে। উক্ত আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫টি এবং ডি/২-এর চারটি শেল্টার সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ যায়নি। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গেল বছরের ২২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বসতবাড়ি পুড়ে যায়। নিহত হয় ১৫ রোহিঙ্গা।

২ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে অগ্নিকাণ্ডে বালুখালী ২০নং ক্যাম্পের জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতাল ও পাশের কয়েকটি বসতি পুড়ে যায়।

এসএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS