স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১১:০০
পুলিশের নিরপেক্ষ ভূমিকার দাবিতে মানববন্ধন

কুমিল্লার দাউদকান্দিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিরপেক্ষ ভূমিকার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার (১৬ জানুয়ারি) দুপুরে দাউদকান্দি মডেল থানার সামনে কয়েক হাজার নারী-পুরুষ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় তারা তৃতীয় ধাপে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পুলিশের পুলিশের নীরব ভূমিকা নিয়ে সমালোচনা করেন।
এ ছাড়া মানববন্ধন থেকে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ নেতা আলোচিত রাজন হত্যার অন্যতম আসামি উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক খন্দকার শাহজাহানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এমআই
মন্তব্য করুন