• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যুবলীগ নেতাকে গুলি করে হত্যাচেষ্টা, আটকের পর জ্ঞান হারালেন যুবক

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ২২:৪৪
যুবলীগ নেতাকে গুলি করে হত্যাচেষ্টা, আটকের পর জ্ঞান হারালেন যুবক
ঘটনাস্থলের চিত্র

খুলনায় যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যাচেষ্টার সময় ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ জানুয়ারি) রাতে বয়রা মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, পুলিশের হাতে আটক হওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন আটককৃত যুবক। পরে তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

নগরীর ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাওন বলেন, দুটি মোটরসাইকেলে ছয়জন মুখোশ পরিহিত ছিলেন। হত্যার উদ্দেশে তারা আমাকে লক্ষ্য করে প্রথমে গুলি করেন, পরে তিনটি বিস্ফোরণ ঘটান। তবে সামান্যের জন্য প্রাণে বেঁচে গেছি।

খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ান আহম্মেদ জানান, আজ রোববার সন্ধ্যার পর তিনি বয়রা এলাকায় ডিউটি করছিলেন। মাগরিবের পরপরই একটি ফাঁকা গুলির শব্দে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানকার স্থানীয় জনতা ওই যুবককে অস্ত্রসহ আটক করে রাখেন। সেখানে থেকে বিদেশি একটি পিস্তল এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে পুলিশের উপস্থিতি দেখে জ্ঞান হারিয়ে ফেলেন ওই যুবক। জ্ঞান ফিরলে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, হামলার শিকার যুবলীগ নেতা সাঈদুর রহমান শাওনের নামেও হত্যাসহ কয়েকটি মামলা আছে। তিনি এলাকায় ‘ট্যাংকি শাওন’ নামে পরিচিত। খুলনার আড়াই শ’ বেড পুজোখোলা এলাকায় এক যুবককে হত্যা করে সেপটিক ট্যাংকে ঢুকিয়ে রেখে আলোচনায় আসেন শাওন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও বাঁচানো গেল না যুবককে
X
Fresh