• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

আসামি ধরতে গিয়ে মারধরের শিকার দুই পুলিশ কর্মকর্তা

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৭:২২
আসামি ধরতে গিয়ে মারধরের শিকার দুই পুলিশ কর্মকর্তা
ফাইল ছবি

সাভারে চাঁদাবাজির মামলার আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সাভার মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা। এ সময় পুলিশের কাছ থেকে ওই আসামিকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে পৌর এলাকার নামা বাজার মহল্লায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে নামা বাজার এলাকায় চাঁদাবাজির মামলার আসামি শরিফ উদ্দিন ফকিরকে গ্রেপ্তার করতে যান সাভার মডেল থানার এএসআই অশোক কুমার দত্ত ও এএসআই সাইফুজ্জামান। এ সময় তাকে গ্রেপ্তারের সময় আসামি শরিফ উদ্দিন ফকিরের লোকজন পুলিশের দুই এএসআইকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে ওই দুই পুলিশ কর্মকর্তা আহত অবস্থাতেই আসামিকে ধরে থানায় নিয়ে আসেন। পরে আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নায়িকাকে দেখতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
আসামি ধরতে গিয়ে ইমামকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 
ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও
X
Fresh