• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রামেকে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু 

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ০৯:৪৬
রামেকে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৬১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। তিনি রাজশাহী জেলার বাসিন্দা।

এদিকে হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ভর্তি হয়নি। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন একজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরটিভি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে।

১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলো ৩২ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩১ জন। তারমধ্যে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের।

এদিকে, সর্বশেষ এই ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ১৮ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এই জেলায় করোনা শনাক্তের হার ১২ শতাংশ। যা গতদিন ছিল ১১ দশমিক ২৮ দশমিক শতাংশ।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তপ্ত রাজশাহী, তাপমাত্রা ছাড়াল ৪২ ডিগ্রি
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
X
Fresh