• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রেড জোন রাঙামাটি, বাড়তি সতর্কতা প্রশাসনের

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ২১:৫০
রেড জোন রাঙামাটি, বাড়তি সতর্কতা প্রশাসনের
ফাইল ছবি

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঢাকার পাশাপাশি রাঙামাটিকেও রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রেড জোন ঘোষণার পর বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি মো. বোরহান উদ্দিন মিঠু জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানো হবে।
তিনি বলেন, প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের চারটি টিম মোবাইল কোর্ট পরিচালনা করবে। যাদের করোনা পজিটিভ হবে, তাদের বাড়িতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হবে। জনসচেতনতা সৃষ্টিতে প্রচার-প্রচারণা বাড়ানো হবে।

পর্যটন স্পট বন্ধের ব্যাপারে কোনও নির্দেশনা আছে কিনা এমন প্রশ্নর জবাবে এনডিসি জানান, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) প্রজ্ঞাপন আসলে জানা যাবে। তবে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার ব্যাপারে জোড় তাগাদা দেয়া হচ্ছে। সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিয়ে, গায়ে হলুদ ও সামাজিক অনুষ্ঠান নিরুৎসাহিত করা হচ্ছে।

রেড জোন ঘোষণার পর সরকারিভাবে বিধিনিষেধের পাশাপাশি স্থানীয়ভাবে কোনও নির্দেশনা জারি করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১৩ জানুয়ারি থেকে বিধিনিষেধ কার্যকর হচ্ছে। তবে স্থানীয়ভাবে কি করা যায়, তা বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে মিটিং করে জানানো যাবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh