• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ১৬:১৭
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা ও মধ্যপাড়াসহ কয়েটি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬৯ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি। উত্তেজিত জনতা ওই কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত একটি পাগলা কুকুর শহরের কয়েকটি এলাকায় রাস্তায় শতাধিক মানুষকে কামড়ে আহত করেছে। পরে উত্তেজিত জনতা কুকুরটিকে পিটিয়ে মেরেছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আহতদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে ২০ জন আহত  
ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও
মা-বাবার ঝগড়া থামাতে থানায় হাজির শিশু
বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হৃদয়, সম্পাদক রাব্বী
X
Fresh