• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মক্তবে শিশু ধর্ষণ, শিক্ষকের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২২, ১৭:৫৫
মক্তবে শিশু ধর্ষণ, শিক্ষকের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মক্তবে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ধর্মীয় শিক্ষককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙার গ্রামের শুক্কুর আলীর ছেলে মনিরুল।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় ৫ বছর বয়সী কন্যাশিশু তার নানির কাছে থাকত। ভাঙ্গারগ্রাম মসজিদে আরবি পড়তে যেত সে। ২০১৯ সালের ২ অক্টোবর সকালে মক্তবের ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করে শিক্ষক মনিরুল। পরে ভুক্তভোগী শিশু বাড়ি ফিরে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন ভুক্তভোগীর নানি বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে এ মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আকরাম হোসেন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন রেজাউল আমিন শামীম।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা বিএসএমএমইউ শিক্ষক-কর্মকর্তাদের
X
Fresh