• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ১৬:৫০
টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে পাচারকালে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। এ সময় ধাওয়া করেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে ২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ওই ইউনিয়নের ওয়াব্রাং নাফ নদী সংলগ্ন ধানখেত থেকে ওই মাদকের চালানটি উদ্ধার করা হয়।

বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির জওয়ানরা ওয়াব্রাং এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফ নদীর বেড়িবাঁধ পেরিয়ে ধানখেত বেয়ে দু‘জন লোককে সীমান্ত অভিমুখে আসতে দেখে তাদের থামতে সংকেত দেয় বিজিবির সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী দ্রুত পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ধানখেতে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তাভর্তি ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবাগুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে মজুত রাখা হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পরেও বাঁচানো গেল না যুবককে
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
X
Fresh