• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাঙচুর, আহত ১০

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২২, ২৩:৪৩
নেত্রকোনায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাঙচুর, আহত ১০

নেত্রকোনার কেন্দুয়ায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় পরাজিত মেম্বার প্রার্থী সমর্থকদের প্রায় ৬টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে বিজয়ী মেম্বার প্রার্থী মোঃ জুয়েল মিয়ার সমর্থকরা এই ভাঙচুরের ঘটনাটি ঘটিয়েছে বলে জানায় স্থানীয়রা।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বিজয়ী মেম্বার প্রার্থী মো. জুয়েল মিয়ার লোকজন পরাজিত প্রার্থী ইসলাম উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে প্রায় ১০ জন আহত হয় এবং ৬টি বাড়ি ভাঙচুর করে। এ সময় মতিয়ার রহমান নামে একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে তারা আতঙ্কিত অবস্থায় রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনেকেই বাড়িঘরে যেতে পারছে না।
এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
X
Fresh