Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ৪ মাঘ ১৪২৮

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২২, ২০:৩২
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২০:৩৫
discover

ম্যারাথন শেষে অ্যাথলেটিকের মৃত্যু

ম্যারাথন শেষে অ্যাথলেটিকের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গা সিবিচে ম্যারাথন প্রতিযোগিতার ২১.১ কিমি. দৌড় শেষে মো. জামিল হোসেন (৪৫) নামে এক অ্যাথলেটিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৯ টায় পতেঙ্গা সিবিচে চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন প্রতিযোগিতা শেষ হওয়ার পর এ ঘটনা ঘটে। নিহত অ্যাথলেটিক পটুয়াখালী জেলার সদর থানার নবাবপাড়া এলাকায় মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘সিবিচে ম্যারাথন দৌড় শেষে ফিনিসিং পয়েন্টে জামিল অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে নেভি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএন

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS