• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ফের ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সিল

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২১, ১২:৪১
ফের ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সিল
উদ্ধারকৃত ব্যালেট পেপার

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ও নরোত্তমপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর তিনটি ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা ও সিল রয়েছে। এর মধ্যে একটি ব্যালটে সিল ও দুটিতে হাতের লেখা পাওয়া গেছে।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে ওই দুই ইউনিয়নের ভোট গণনার সময় ওই তিনটি ব্যালট পাওয়া যায়। পরে এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি ব্যালটের দুটিই পাওয়া গেছে নরোত্তমপুর ইউনিয়নে। এর মধ্যে একটিতে কবিরহাট উপজেলা ছাত্রদলের পক্ষে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সিল, আরেকটিতে হাতে লেখা। অন্যদিকে সুন্দরপুরে পাওয়া ব্যালটে হাতেই লেখা ছিল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে দলীয় নেতাকর্মীরা আন্দোলন করছেন। তাই আবেগে কোনো নেতা বা কর্মী এ কাজ করেছে বলে প্রতীয়মান হয়। এর আগেও এ ধরনের লেখা সংবলিত ব্যালট পেপার পাওয়া গেছে।

কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এমন ব্যালট পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য করা হয়। এ ব্যালটগুলোও বাতিল করা হয়েছে।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে ছুরিকাঘাতে সবজি বিক্রেতাকে খুন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহত ৪ জনের দাফন সম্পন্ন
দুদিন সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত
X
Fresh