• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থক খুন

অনলাইন ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২১, ১১:০৫

চলছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন। তৃতীয় ধাপে দেশেরে ১ হাজার ৭টি ইউপিতে সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ চলছে। চলবে বিকাল ৪টা ‌পর্যন্ত । এখন পর্যন্ত দু-একটি বিচ্ছিন্ন ঘটনাসহ এরই মধ্যে খুলনার তেরখাদায় বাবুল শিকদার (৩৮) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের হামলায় হত্যার অভিযোগ উঠেছে।

নিহত বাবুল মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মহসিনের সমর্থক ও ওই এলাকার মো. সিরাজের ছেলে। রোববার (২৮ নভেম্বর) আহত হওয়ার পর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনকে কেন্দ্র করে শনিবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১২টা দিকে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কুলাপাটগা‌তি গ্রামের বাবুল শিকদারকে প্রতিপক্ষের লোকজন মারপিট করে জখম করে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে।

টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে হত্যা : প্রধান আসামি গ্রেপ্তার
মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কলেজছাত্র খুন, গ্রেপ্তার ১
খুনাখুনিতে অশান্ত ময়মনসিংহ, দুই দিনে ৪ খুন
X
Fresh