• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

রোদের দেখা না মেলায় বাড়ছে শীতের তীব্রতা

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২১, ০৯:০৯
রোদের দেখা না মেলায় বাড়ছে শীতের তীব্রতা
বাড়ছে শীতের তীব্রতা

উত্তরের জনপদ সিরাজগঞ্জে তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেড়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর রাত থেকে কুয়াশা যেন বৃষ্টির মত ঝরছে। সকালের দিকে রোদের দেখা না মেলায় বাড়ছে শীতের তীব্রতা। দিনে ও রাতে জড়াতে হচ্ছে গরম কাপড়।

ঘন কুয়াশার কারণে সকালে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শুক্রবার সকাল ৬টায় সিরাজগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) একই সময়ে ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় রোদের দেখা মিলছে না ফলে শীতের তীব্রতা বাড়ছে বলে আরটিভি নিউজকে জানিয়েছেন তাড়াশের আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম। ডিসেম্বরের শুরুর দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

এদিকে উত্তর জনপদে শীত বাড়তে থাকায় দুর্ভোগে পড়েছে গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষ।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেমন থাকবে আজকের আবহাওয়া
চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠল ৪১.৮ ডিগ্রিতে
যে কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অসহনীয় তাপমাত্রা
যে রেস্টুরেন্টে দুপুর হলেই নামে বৃষ্টি, তীব্র গরমে মেলে স্বস্তি
X
Fresh