• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

কমেছে কাঁচামরিচের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৪:০৪
কমেছে কাঁচা মরিচের দাম
কাঁচা মরিচ

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কেজিপ্রতি ২০ টাকা কমেছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকায়, যা গতদিন বিক্রি হয়েছে ৫০ টাকায়। মঙ্গলবার (২৩ নভেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

কাঁচামরিচ কিনতে আসা আরিফুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, হিলি বাজারে মরিচের দাম কমেছে। সেজন্য আজকে পাঁচ কেজি কাঁচামরিচ কিনলাম। তবে প্রতি কেজি কাঁচা মরিচ যদি ২০ টাকার মধ্যে থাকত, তবে আমাদের মতো সাধারণ ক্রেতাদের সুবিধা হতো।

ব্যবসায়ী বিপ্লব হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, কাঁচামরিচের দাম অনেকটাই কমেছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, হিলি স্থলবন্দরের ব্যবসায়ীর আপাতত ভারত থেকে কোনোপ্রকার কাঁচামরিচ আমদানি করছেন না। কারণ, দেশীয় বাজারে কাঁচামরিচের উৎপাদন ভালো হয়েছে এবং প্রচুর পরিমাণ সরবরাহ রয়েছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
নদীতে ডুবে যুবকের মৃত্যু
ভারত থেকে আসবে পেঁয়াজ, এলসি খুলছেন ব্যবসায়ীরা
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
X
Fresh