• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

১৯ মাস পর চট্টগ্রামে করোনায় শনাক্ত ও মৃত্যু শূন্যের কোঠায়

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ১০:৪৪
১৯ মাস পর চট্টগ্রামে করোনায় শনাক্ত ও মৃত্যু শূন্য
ফাইল ছবি

দীর্ঘ ১৯ মাস পর চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। একইসঙ্গে জেলায় করোনায় কেউ মারা যায়নি।

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সাতটি ল্যাবে ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি এবং নগর ও উপজেলায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৫০ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৫০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০০ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩০ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত এবং ১১ জুলাই প্রথম মৃত্যু হয় চট্টগ্রামে।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে ঢুকতে বাধা দেওয়ায় লতিফ সিদ্দিকীর ক্ষোভ
করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় অভিনেতার হার্ট অ্যাটাক!
চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকারের ওপর উঠে গেল ট্রাক
কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কা, গ্রেপ্তার ৩ 
X
Fresh