Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০১ ডিসেম্বর ২০২১, ১৬ অগ্রহায়ণ ১৪২৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১১:৪৯
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১২:৪৭

টিকটক ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

টিকটক ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জে টিকটক ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে আনিল নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চবিদ্যালয়ের পেছনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনিল পাইকপাড়া এলাকার সরদার গলির নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আনিল এলাকায় টিকটকার হিসেবে বেশ পরিচিত। সে নিয়মিত এলাকার গলিতে ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করতো। বিকেলে আনিল টিকটকের ভিডিও বানাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পাইকপাড়া এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মাণাধীন একটি তিন তলা ভবনের ছাদে ওঠে।

ভিডিও করার এক পর্যায়ে সে ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এতে তার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢামেকে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার প্রোফাইলে শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামাল বলেন, এ ধরণের কোওনা খবর আমার জানা নেই। কেউ থানায় অভিযোগ করেনি।

এমএন/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS